আজকের রাশিফল: মেধার বিকাশ তুলার, কুম্ভর প্রণয়াসক্তি
মেষ/ ARIES: উদাসীনতার কারণে বড় ক্ষতি হয়ে যেতে পারে।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ ব্যয়বৃদ্ধি হতে পারে।মিথুন/ GEMINI : যৌথভাবে ব্যবসায় বিনিয়োগ করে থাকলে তা থেকে ক্ষতি হতে পারে।কর্কট/ CANCER : মাথায় ব্যথায় আজ কষ্ট দিতে পারে।সিংহ/ LEO: রাস্তায় বেরোলে বিপদ হতে পারে।সাবধানে চলাফেরা করবেন।কন্যা/ VIRGO: আজ বুদ্ধিভ্রম হতে পারে আপনার।তুলা/ LIBRA: আজ আপনার মেধার বিকাশ ঘটতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও প্রিয়জনের সঙ্গ পেতে পারেন আপনি।ধনু/ SAGITTARIUS: আজকের দিনে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।মকর/ CAPRICORN: আজকের দিনে স্বাস্থ্যহানী ঘটতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।কুম্ভ/ AQUARIUS: প্রণয়ঘটিত বিষয়ে আজ আসক্তি দেখা দিতে পারে।মীন/ PISCES : বিদ্যালাভের ক্ষেত্রে আজ সাফল্যের মুখ দেখতে পারেন।

